॥তনু সিকদার সবুজ॥ বসন্ত বরণ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিকালে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু ম্যুরাল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ মাসুম রেজা।
অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গানের মধ্য দিয়ে ১লা ফাল্গুন ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়।