Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি ও পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি

॥রফিকুল ইসলাম॥ ২য় শিফটের সম্মানী ভাতা বর্তমান জাতীয় স্কেল অনুযায়ী ৫০% বহাল রেখে পর্যায়ক্রমে ১০০%-এ উন্নীতকরণের দাবীতে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি।
গতকাল ১২ই ফেব্রুয়ারী বেলা পৌনে ১২টার দিকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট এই স্মারকলিপি প্রদানের সময় সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক সমর কান্তি হালদার, শিক্ষক পরিষদের সভাপতি এস.এম মাহফুজুল হক, সাধারণ সম্পাদক তাইজদ্দিন জমাদার, সমিতির সদস্য হাসমত আলী, দেবাশীষ চৌধুরী, আফজাল হোসেন, সুলতানা কামরুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বর্তমান জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫০% হারে ২য় শিফটের সম্মানী ভাতা বহাল রেখে দ্রুত ১০০%-এ উন্নীত করার অনুরোধ জানানো হয়।