॥কালুখালী প্রতিনিধি॥ কালুখালী রেলস্টেশন থেকে রাজবাড়ী রেলস্টেশন পর্যন্ত ধাওয়াপাড়া, কাজিরহাট, বেলগাছী, মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ি, হিরু মোল্লার ঘাট হয়ে মাহেন্দ্র চলাচল উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১২ই ফেব্রুয়ারী সকাল ১০টায় কালুখালী রেলস্টেশন সংলগ্ন চৌধুরী বাড়ীর সামনে থেকে এই রুটে মাহেন্দ্র চলাচল উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের।
এ সময় জেলা মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম-আহ্বায়ক সোহেল মোল্লা, শাহ আজিজ, বাপ্পারাজ, শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়ুব খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, কৃষ্ণ কুমার, আব্দুল্লাহ ও হেলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মাহেন্দ্র চালকদের সাবধানে গাড়ী চালানোসহ জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করার আহ্বান জানানো হয়।