Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রয়াত গোবিন্দ চন্দ্র ঘোষকে মরণোত্তর শিল্পবন্ধু সম্মাননা

॥রফিকুল ইসলাম॥ পিপলস থিয়েটার এসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল ১২ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রয়াত নাট্য সংগঠক গোবিন্দ চন্দ্র ঘোষকে মরণোত্তর শিল্পবন্ধু সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাকী।
পিপলস থিয়েটার এসোসিয়েশনের সদস্য দল স্বদেশ নাট্যাঙ্গন, রাজবাড়ীর সভাপতি তপন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান।
অনুষ্ঠানে প্রয়াত গোবিন্দ চন্দ্র ঘোষের স্ত্রী অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে লিয়াকত আলী লাকীর একুশে পদক প্রাপ্তির সম্মানে স্বদেশ নাট্যাঙ্গনের বিশেষ নাটক ‘ঐতিহ্যে লোকগাঁথা’ মঞ্চস্থ হয়। স্বদেশ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদারের রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন ম. নিজাম।