॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার গতকাল ১২ই ফেব্রুয়ারী দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩জন ট্রাক ড্রাইভারকে জরিমানা করেছেন।
জানা গেছে, কালুখালী উপজেলার হরিণবাড়িয়া সড়কে তিনি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় ৩জন ট্রাক ড্রাইভারকে ২হাজার, ১হাজার ও ৫শত টাকা করে সর্বমোট সাড়ে ৪হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা এবং কালুখালী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।