Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নওগাঁ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র আয়োজনে॥নিউইয়র্কে ধুমধাম করে সরস্বতী পূজা অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ নওগাঁ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ’র আয়োজনে গত ১০ই ফেব্রুয়ারী ধুমধাম করে নিউইয়র্কের কুইন্স প্যালেসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বিকালে পূজা সমাপ্ত হওয়ার পর রাত ১০টা পর্যন্ত চলে আবহমান বাংলার গান।
অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, বাঙ্গালী জাতি যে অসাম্প্রদায়িক তা প্রমাণ করেছে নওগাঁ জেলার মানুষ। আজ এখানে এসে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি দেখে মনটা আনন্দে ভরে গেল।
সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সবাই শুধু মুখে মুখে অসাম্প্রদায়িকতার কথা বলে। কিন্তু আমরা আমাদের গঠনতন্ত্রেই বলেছি আমরা অসাম্প্রদায়িক সংগঠন। বাস্তবে তা প্রমাণও করেছি। গত বছরও আমরা এই পূজার আয়োজন করেছিলাম। প্রতি বছরই আমরা সব ধর্মের উৎসব আয়োজনের চেষ্ঠা করবো।
সরস্বতী পূজা অনুষ্ঠানের আহ্বায়ক নিখিল কুমার মন্ডল বলেন, পূজাটি সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল। অন্তত ২শত মানুষ প্রসাদ গ্রহণ করেছে। সব মিলিয়ে এই অপূর্ব সম্মিলন আমাদেরকে উৎসাহিত করেছে আগামীতে আরো ভালো কাজ করার। নাফিসা নূর সাথীর সঞ্চালনায় নিউইয়র্কের ১৪জন শিল্পী অনুষ্ঠানে ২৮টি গান পরিবেশন করেন।