॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীতে দীর্ঘ ৬বছর পর গতকাল ১৮ই ফেব্র“য়ারী জাতীয় যুব সংহতি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের রেলওয়ে হোসনাবাদ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলমগীর সিকদার লোটন।
এতে প্রধান বক্তা হিসেবে জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা ও বিশেষ অতিথি হিসেবে সদস্য আক্তারুজ্জামান খান, মিয়া আলমগীর, জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মমিন প্রমুখ বক্তব্য দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুতি জেলা কমিটির আহবায়ক মোঃ আজিজুল ইসলাম মন্টু ও উপস্থাপনা করেন সদস্য সচিব মোঃ জাকির হোসেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সিকদার লোটন বলেন, দেশে এখনো ৪কোটি লোক বেকার আছে। এই লোকদের নিয়ে কেউ ভাবে না। কিন্তু সেটা ভাবে এরশাদ। তাই জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে বেকারদের কর্মসংস্থান তৈরী করা হবে।
তিনি বলেন, ৮৩ থেকে ৯০ সাল পর্যন্ত এরশাদ ক্ষমতায় ছিলেন। তার আমলে সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা কোন সরকারের আমলে হয়নি। তার আমলেই রাজবাড়ী জেলা হয়েছে। উপজেলা পরিষদ হয়েছে। শহর রক্ষা বেরী বাঁধ হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে গোপন ভোটের মাধ্যমে ইকবাল হায়দার মিলনকে সভাপতি, কামরুল হাসানকে সাধারণ সম্পাদক ও কে.এম সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে জাতীয় যুব সংহতি জেলা কমিটি গঠন করা হয়।