॥রঘুনন্দন সিকদার॥ সারা দেশের ন্যায় গতকাল ৯ই ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ২য় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম আব্দুল্লাহ আল মুরাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন, মেডিকেল অফিসার সরজিৎ কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পেইনে মোট ১৬৮টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।