॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপালী রাণী সরকার ডলি’র লাঠির প্রহারে কাশেম খন্দকার নামের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে। সে পাটুরিয়া গ্রামের কালাম খন্দকারের ছেলে।
কালাম খন্দকার জানান, প্রতিদিনের ন্যায় গত ৭ই ফেব্রুয়ারী সকালে কাশেম স্কুলে যায়। প্রধান শিক্ষিকা ক্লাস নেয়ার সময় কাশেমকে পড়া জিজ্ঞাসা করলে সে পড়া না পারায় প্রধান শিক্ষিকা তাকে লাঠি দিয়ে মারপিট করে। এতে কাশেমের ডান হাতের কব্জিতে প্রচন্ড আঘাত লাগলে সে অসুস্থ্য হয়ে পড়ে এবং সহপাঠীদের সহযোগিতায় বাড়ীতে চলে আশে। তবে ভয়ে মারপিটের কথা বাড়ীর কাউকে বলেনি। রাতে মারপিটের স্থানে ব্যাথার সৃষ্টি হয়ে বেশী অসুস্থ্য হয়ে পড়লে তার কাছে জিজ্ঞাসা করলে সে প্রধান শিক্ষিকার লাঠি দিয়ে প্রহারের কথা জানায়। পরে তাকে মধুখালী হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে আনা হয়।
কালাম খন্দকার আরো বলেন, কাশেমকে মারপিটের বিষয়ে প্রধান শিক্ষিকার নিকট জানতে চাইলে তিনি মারপিট করার কথা অস্বীকার বলেন তোমার ছেলেকে অন্য স্কুলে পড়াও-এ স্কুলে পড়ানো হবে না। ঘটনাটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শৈলেনকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলেছেন। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে পাটুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপালী রাণী সরকার ডলি’র কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঘটনার দিন ঐ ক্লাসেই যাইনি। কোন শিক্ষার্থীকে মারপিটও করিনি।