Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার চরপাড়ায় অবৈধভাবে চলছে ড্রাম চিমনির ইটভাটা!

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চরপাড়া গ্রামে পদ্মা নদীর বেড়ীবাঁধের পাশে চলছে অনুমোদন বিহীন ড্রাম চিমনি বিশিষ্ট ইটভাটা।
আধুনিক প্রযুক্তিতে কোথাও-কোথাও উন্নত ইটভাটা স্থাপন হলেও পাংশার পদ্মা নদীর বেড়ীবাঁধের পাশে চরপাড়া গ্রামে স্বল্প উচ্চতায় ড্রাম চিমনি বিশিষ্ট ইটভাটা স্থাপনের ফলে পরিবেশগত বিপর্যয়সহ জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
জানা যায়, সিদ্দিকুর রহমান খান নামের এক ব্যক্তি এস.কে ব্রিকস নাম দিয়ে বেড়ীবাঁধের পাশে কৃষি জমিতে ড্রাম চিমনি বিশিষ্ট ইটভাটা স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। সেখানে জ্বালানী হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে। ইটভাটার পাশের কৃষি জমির মালিকরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। ইটভাটায় ভারী যানবাহান চলাচলের ফলে পাশের রাস্তার বেহালদশার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে এলাকাবাসী জরুরী ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার দাবী জানিয়েছে।