॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ড. এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকু সূর্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছেন।
গতকাল ৭ই ফেব্রুয়ারী দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই বৃত্তি প্রদান করেন। বিদ্যালয়ের ১ম শ্রেণীর থেকে ৫ম শ্রেণীর পর্যন্ত প্রতিটি শ্রেণীর ১ হতে ১০ রোল নম্বরের প্রত্যেক শিক্ষার্থী এবং সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি বাবদ ১হাজার টাকা করে প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান রশিদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আমিন উদ্দিন আহম্মেদ টুকু বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। প্রতিটি শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদের সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী আছে। কিন্তু তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সামর্থ্য নাই। আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। কিছুদিন আগে আমি সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছি। আজকে প্রাথমিক বিদ্যালয়ে দিচ্ছি। যতদিন বেঁচে থাকবো ততদিন এই বৃত্তি দিয়ে যাবো। এই বৃত্তি ছাড়াও বিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের ইউনিফর্ম, শিক্ষা উপকরণ, বই-পুস্তক প্রদানসহ সাধ্য অনুযায়ী সহায়তা করে যাবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজম মন্ডল, অন্যান্যের মধ্যে মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডল, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান জয়, স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুল হক মৃধা, মিজানপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন সরদার, রেজাউল করিমসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।