Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৬ই ফেব্রুয়ারী সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও কালুখালী উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।
এই ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়া উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই ফেব্রুয়ারী বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূূলক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের কার্যক্রমের তদারকিতে রাজবাড়ীতে আসা বিদ্যুৎ বিভাগের উপ-সচিব(রাজবাড়ী সদরের সাবেক ইউএনও) এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান এবং রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তাগণ এবং নতুন বিদ্যুৎ সংযোগপ্রাপ্ত কয়েকজন সুবিধাভোগী গ্রাহক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ কর্তৃক বাস্তবায়িত ৬টি বিদ্যুৎ কেন্দ্র, ৯টি গ্রীড উপকেন্দ্র, ১টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্প এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও কালুখালী উপজেলাসহ দেশের ১২টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করবেন। সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। বিদু্যুৎ প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী রাজবাড়ীসহ বিভিন্ন জেলার সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি যুক্ত হবেন।