Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনের আম্রকানন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুসাইন, জেলা সরকারী গণগ্রন্থাগারের গ্রন্থাগারিকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম মন্ডল, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, জেলা সরকারী গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মোঃ শহিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ গ্রন্থাগারের গুরুত্ব, জেলা সরকারী গণগ্রন্থাগারের সুবিধা-অসুবিধা, বইয়ের সংগ্রহ আরো বাড়ানো, প্রখ্যাত লেখকদের নতুন নতুন সাহিত্য-উপন্যাসসহ বিভিন্ন ধরনের বই সংযোজন, পাঠকদের সুবিধার জন্য একটি ¯œাক্স কর্ণার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়তে আগ্রহী করা, পুরনো বই সংরক্ষণ গ্রন্থাগার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।