॥মাহবুব হোসেন পিয়াল॥ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও ময়েজউদ্দিন সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কবি জসিম উদ্দীন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, অধ্যাপক রিজভী জামান, ময়েজ উদ্দীন সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান আমির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভার শেষে গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।