Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী উপজেলায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির অর্থ বিতরণ

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল ৪ঠা ফেব্রুয়ারী সকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার তার কার্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির অর্থ তুলে দেন।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবুল বাশার চৌধুরী, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আজিজ, আদিবাসী নেতা প্রসাদ সরকার, কুমারেশ সরকার ও কাঞ্চন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপবৃত্তির অর্থ বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং তাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, কালুখালী উপজেলার ৩২৮জন আদিবাসী শিক্ষার্থীকে ৪লক্ষ টাকার উপবৃত্তি প্রদান করা হয়।