॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল ৪ঠা ফেব্রুয়ারী দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোন বিতর্ক নেই। দুনিয়ার সব সভ্য গণতান্ত্রিক দেশ এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
তিনি বলেন, সরকারের সঙ্গে একযোগে কাজ করার জন্য জাতিসংঘও তাদের ইচ্ছা প্রকাশ করেছে। কাজেই নির্বাচন নিয়ে কোথাও কোন প্রশ্ন নেই, কোথাও কোন বিতর্ক নেই। দেশের জনগনের মধ্যেও কোন বিরুপ সমালোচনা নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ১৫১৮ মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে যাচাই বাছাই করে ত্যাগী ও জনগণের কাছে গ্রহনযোগ্যদের মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
জেলা থেকে পাঠানো তালিকা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা দলীয় মনোনয়নের আবেদনের ফরম সংগ্রহ করছেন। প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আগামী ৮ই ফেব্রুয়ারী পর্যন্ত এ কার্যক্রম চলবে।
২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ৬টি ধাপে অনুষ্ঠিত হলেও এবারের নির্বাচন ৫টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮৭টি উপজেলায় ভোট হবে আগামী ১০ই মার্চ, দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮ই মার্চ, তৃতীয় ধাপে ২৪শে মার্চ, চতুর্থ ধাপে ৩১শে মার্চ এবং সর্বশেষ পঞ্চম ধাপে ১৮ই জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না।
এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গতকাল সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ।
গতকাল ৪ঠা ফেব্রুয়ারী তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ বিষয়ে শফিকুল মোরশেদ আরুজ বলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতভাবে এককভাবে আমার নাম চূড়ান্ত করার প্রেক্ষিতে আমি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। আমি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।