Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে সিআইজিভুক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ এর আওতায় গতকাল ৩রা ফেব্রুয়ারী অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে সিআইজিভুক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হেসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক ড. মোশারফ হোসেন ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, জৈব কৃষি প্রযুক্তি হলো কৃষির টেকসই উন্নয়ন। সে কারণে জৈব প্রযুক্তিতে চাষাবাদের মাধ্যমে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বালিয়াকান্দি উপজেলার সিআইজিভুক্ত ৬০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।