রাজবাড়ী জেলার বালিয়াকান্দি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২রা ফেব্রুয়ারী সকালে প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে আতিয়ার রহমান আতিক(ভোরের পাতা) ৩য় বারের মতো সভাপতি, শহিদুল আলম মিয়া মিলন(ভোরের কাগজ) সহ-সভাপতি, রফিকুজ্জামান লিটন(আজকের আলো) সাধারণ সম্পাদক, পারভেজ মিয়া(খবরপত্র) যুগ্ম-সাধারণ সম্পাদক, রহুল আমিন বুলু (দিনের খবর) সাংগঠনিক সম্পাদক, আমিরুল হক(নবযাত্রা) দপ্তর সম্পাদক, আবু দাউদ শেখ (টাস্ট ডটকম) কোষাধ্যক্ষ, সাথী বেগম(টাস্ট ডটকম) মহিলা বিষয়ক সম্পাদিকা এবং এস.এম রাহাত হোসেন ফারুক (নবচেতনা) সদস্য নির্বাচিত হয়েছেন -প্রেস বিজ্ঞপ্তি।