Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। এ বছর পূঁইজোর সিদ্দিকিয়া ফাযিল মাদরাসা ও কাজী আব্দুল মাজেদ একাডেমীতে সততা স্টোর স্থাপনে বরাদ্দ প্রদান করা হয়।
গতকাল ৩০শে জানুয়ারী দুপুরে কাজী আব্দুল মাজেদ একাডেমীতে সততা স্টোর উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি শামসুল আলম ও কাজী আব্দুল মাজেদ একডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ জানুয়ারী পূঁইজোর সিদ্দিকিয়া ফাযিল মাদরাসায় সততা স্টোরের উদ্বোধন করা হয়।