Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে এসএসসি-সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

॥মনির হোসন॥ এসএসসি ও সমমান পরীক্ষার কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক প্রস্তুতিমূলক সভা গতকাল ৩১শে জানুয়ারী সকালে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় কেন্দ্র সচিব হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সহ-সচিব কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন মোল্লা, সহ-সচিব আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী, হল সুপার ধানচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, রাইপুর কে.এস.এম একাডেমীর প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সুষ্ঠুভাবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, এ বছর কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।