Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় ২ ভিক্ষুককে পুনর্বাসনসহ বিভিন্ন উপকরণ বিতরণ কেকেএসের

॥হেলাল মাহমুদ॥ এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)’র পক্ষ থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুনর্বাসনের জন্য দুই ভিক্ষুককে ১ লক্ষ টাকার চেক প্রদানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ৩১শে জানুয়ারী দুপুরে দৌলতদিয়ার মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের মাঠে কেকেএসের সমৃদ্ধি কর্মসূচী আয়োজিত অনুষ্ঠানে জুয়েল সরদার ও রফিকুল ইসলাম নামের দুুই ভিক্ষুককে ১ লক্ষ টাকা করে চেক প্রদান করা। এছাড়াও দরিদ্র পরিবারের মধ্যে ১০০ সেট স্যানিটারী ল্যাট্রিন, ৫০ সেট বন্ধু চুলা ও ৫০ সেট ভার্মি কম্পোস্ট (জৈব) সার তৈরীর উপকরণ বিতরণ করা হয়। কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, সেভ দ্যা চিলড্রেনের ম্যানেজার সাইফুল ইসলাম খান, কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, ফকীর আব্দুল মান্নান, ইউপি সদস্য গণি মন্ডল, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, জীবন কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেকেএসের সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোজাফফর হোসেন।