Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বহরপুরের আড়কান্দিতে অষ্টকালীন লীলা কীর্তন

॥রঘুনন্দন শিকদার॥ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি মহাশ্মশানে অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে।
গতকাল ১৭ই ফেব্রুয়ারী ভোর থেকে শুরু হওয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন আজ শনিবার ভোরে শেষ বলে জানিয়েছেন অষ্টকালীন লীলা কীর্তন কমিটির সভাপতি সুজিত সাহা।
অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশনায় রয়েছেন নওগাঁর রাধাকৃষ্ণ সম্প্রদায়, নিত্যানন্দ সম্প্রদায় এবং সাতক্ষীরা রাধাগোবিন্দ সম্প্রদায়। অষ্টকালীন লীলা কীর্তন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সাহা জানান, এই শ্মশানটি অতি প্রাচীন হলেও এই লীলা কীর্তন অনুষ্ঠানটি দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে আরো বৃহৎ পরিসরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করার চেষ্টা চলবে।
সহ¯্রাধিক ভক্তবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাব ও বলিয়াকান্দি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন শিকাদর প্রমুখ।