Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গত ২৯শে জানুয়ারী সকালে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে-এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহার ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। প্রশিক্ষণ কর্মশালায় ৫০জন যুবমহিলার একটি ব্যাচ অংশ নিয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ে জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সেই সাথে বাল্যবিয়ে ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে নারী সমাজের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।