Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের আবেদন করেছেন ১৭জন

॥মনির হোসেন॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৭জন আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন।
গতকাল ২৯শে জানুয়ারী দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিন পর্যন্ত তারা তাদের মনোনয়নের আবেদন জমা দিয়েছেন। তাদের মধ্যে ৭জন চেয়ারম্যান, ৬জন ভাইস চেয়ারম্যান ও ৪জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন চেয়েছেন।
এ উপলক্ষে কালুখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা ও অর্থ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। কালুখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের আবেদনকারীরা হলেন ঃ কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মৃগী ইউরি চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর, মদাপুর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম রোকনুজ্জামান এবং কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী।
ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের আবেদনকারীরা হলেন ঃ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলী মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম বাদশা এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের আবেদনকারীরা হলেন ঃ উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রেহানা পারভীন, মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ডলি পারভীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ফাতেমা পারভীন এবং মদাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা মুর্শিদা বেগম।
আগামী ৬ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ৩জন করে প্রার্থী চূড়ান্ত করে তাদের নাম কেন্দ্রে প্রেরণ করা হবে। পরে কেন্দ্রীয়ভাবে তাদের দলীয় মনোনয়ন দেয়া হবে।