Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দলীয়-শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাংশা উপজেলা আ’লীগের সভায় ৩জন নেতা বহিস্কার

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২৮শে জানুয়ারী দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগের ৩জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন ঃ পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান) ফরিদ হাসান ওদুদ, সাংগঠনিক সম্পাদক দীবালোক কুন্ডু জীবন ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাস্টার।
এ ব্যাপারে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ হাসান ওদুদ, সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পাংশা পৌরসভার সাবেক মেয়র ওয়াজেদ আলী মাস্টারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদপদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, এরআগে তাদেরকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। ফরিদ হাসান ওদুদ ও জীবন কুন্ডু কারণ দর্শানো নোটিশের জবাব দেয়। কিন্তু আওয়ামী লীগের সভায় তাদের কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষ জনক হয়নি। এছাড়া ওয়াজেদ আলী মাস্টার কারণ দর্শানো নোটিশের কোনো জবাব দেয়নি। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জানা যায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে দলীয় কার্যালয়ে পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে সভায় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।