॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বিনোদপুর গরুহাটা এলাকা থেকে গতকাল ১৬ই ফেব্র“য়ারী দুপুরে ১৫০গ্রাম গাঁজাসহ বিক্রেতা মনির হোসেন (৪৫)কে পুলিশ গ্রেফতার করেছে। সে ধুঞ্চি পূর্বপাড়ার মৃত বাবর আলীর ছেলে।
রাজবাড়ী থানার এএসআই রমজান খন্দকার জানান, গতকাল ১৬ই ফেব্র“য়ারী দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিনোদপুর গরুহাটা এলাকা থেকে মনির হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে লুঙ্গির কোচ থেকে ১৫০গ্রাম গাঁজা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
বিনোদপুর গরুহাটা এলাকা থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
