Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের আয়োজনে গতকাল ২২শে জানুয়ারী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৭১০তম স্কাউটিং(কাব) বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। উপজেলা কাব স্কাউটসের সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্কাউটসের কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা স্কাউটসের সম্পাদক অখিল কুমার কুন্ডু, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি আঃ সালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, উপজেলা স্কাউটস লিডার নিমাই চন্দ্র মন্ডল ও কাব স্কাউটস লিডার হরষিৎ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
ওরিয়েন্টেশন কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর জেলা কাপ স্কাউটসের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর মুন্সি ও ফরিদপুর জেলা কাব স্কাউটস লিডার আব্দুল মালেক মুন্সি। বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক এই ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন কোর্স শেষে সনদপত্র বিতরণ করা হয়।