Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে অসহায় শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের কম্বল বিতরণ

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ১৯শে জানুয়ারী সন্ধ্যায় কালুখালী উপজেলা বোয়ালিয়া আশ্রয়ণ প্রকল্প এবং রতনদিয়া ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করেন।
সন্ধ্যা ৭টার দিকে বোয়ালিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে কম্বল বিতরণকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, জেলা প্রশাসনের এনডিসি মোঃ তৌহিদুল ইসলাম এবং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগমসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রতনদিয়া ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ইউপি সদস্য তনয় চক্রবতী শম্ভু, মাসুদুর রহমান, আওয়ামী লীগ নেতা মিয়া মাহমুদুল হাসান শাহিন, ইউপি সদস্য আঃ লতিফ, মোঃ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উভয় স্থানে ২শতাধিক শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, সারা দেশে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের এই কম্বল বিতরণ করা হচ্ছে। প্রশাসন সরকারে দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করছে। বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনার মাধ্যমে দেশকে দ্রুত গতিতে উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছে। সরকার ও প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে।