Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ীতে সেভ দ্য চিলড্রেনের চেতনা প্রকল্পের উদ্যোগে প্রকল্প পরিচিতি, শিশুকারা, শিশু অধিকার, শিশু সুরক্ষা, অবজ্ঞা, বৈষম্য, শিশুর মানসিক, শারীরিক ও যৌন নির্যাতন মূলক আচরণ, শিশুদের অধিকারের বর্তমান পরিস্থিতি এবং শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ই ফেব্রুয়ারী দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স। এ সময় অনান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও কর্মজীবী কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম রকিব হায়দার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রভেশন কর্মকর্তা মনির হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন, সেভ দ্য চিলড্রেন চেতনা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ শাহাদাত হোসেন, সুমনা চৌধুরী ও স্বরণিকা গুণ প্রমুখ।
সভায় মূল উপস্থাপনায় সেভ দ্য চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম প্রকল্প পরিচিতি, শিশুকারা, শিশু অধিকার, শিশু সুরক্ষা, অবজ্ঞা, বৈষম্য, শিশু নির্যাতন মূলক আচরণ, শিশুদের অধিকারের বর্তমান পরিস্থিতি এবং শিশু সুরক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। যৌন পেশায় নিয়োজিত মহিলা ও তাদের শিশুদের অধিকার, উন্নয়ন ও সুরক্ষায় নিজ নিজ সংস্থার মাধ্যমে বিভিন্ন ধরণের কার্যক্রম বাস্তবায়নের কথা জানান, যার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা।