॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মোজাম্মেল হক(রহঃ) এর রুহের মাগফেরাত কামনায় আগামীকাল ১৪ই জানুয়ারী বাদ আসর রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দানে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করবেন মরহুম পীরের পুত্র ভান্ডারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও দরবার শরীফের পীর(শায়েখ) আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির।
মরহুম পীরের পুত্রগণ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলে ওয়াজ ও আলোচনা করবেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদানের জন্য মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ভান্ডারিয়া দরবার শরীফের পীর এবং ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মোজ্জাম্মেল হক গত ১৪ই ডিসেম্বর-২০১৮ তারিখ বিকাল সাড়ে ৩টায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভান্ডারিয়ার পীরের রুহের মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল কাল
