॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে গতকাল ১৪ই ফেব্রুয়ারী সকালে ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেবেকা খান টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, যুগ্ম-সম্পাদক খলিলুর রহমান ও আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ এডঃ তসলিম উদ্দিন আহম্মেদ তপন এবং সদস্য মোঃ মনজুর মোরশেদ বাদশা, মোঃ আছিফ তানজিল রোমিও, মোঃ জাকির হোসেন টুটুল, এডঃ দেবদাস চক্রবর্তী পুলক প্রমুখ উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মোট ৮টি স্কুল টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় গোয়ালন্দ প্রোপার হাই স্কুল ও পাংশা জর্জ পাইলট হাই স্কুল অংশগ্রহণ করে। তাদের মধ্যে গোয়ালন্দ প্রোপার হাইস্কুল ৯উইকেটে জয়লাভ করে।
ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট উদ্বোধন
