Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খানগঞ্জে মারপিটে কৃষানীর অকাল গর্ভপাত

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামে গম ক্ষেত থেকে ছাগল তাড়ানোকে কেন্দ্র করে এক কৃষক দম্পতিকে মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয় কৃষানীর তল পেটে লাথি মেরে ৩মাসের অকাল গর্ভপাত করা হয়েছে।
গত ৮ই ফেব্র“য়ারী বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৩ই ফেব্র“য়ারী ৬জনের নামে রাজবাড়ী থানায় মামলা হয়েছে। রাজবাড়ী থানার মামলা নং-২৪, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩১৩/৫০৬ দঃ বিঃ। আসামীরা হলো ঃ খানগঞ্জ গ্রামের তালেব বিশ্বাসের ছেলে জুয়েল(৩০), মোস্তফা(২৫), তালেব বিশ্বাস(৬৫), মৃত আঃ জব্বারের ছেলে সোহেল রানা ওরফে আলমাস(৩৫), মোয়াজ্জেম বিশ্বাসের স্ত্রী জাহানারা বেগম(৫০) ও তালেব বিশ্বাসের স্ত্রী চামেলী বেগম (৬৫)।
মামলা সুত্রে প্রকাশ, হরিহরপুর গ্রামের মৃত গদু বিশ্বাসের ছেলে আঃ করিম সিকদার(৫০) বাড়ীর পাশে জমি বর্গা নিয়ে গম চাষ করেছেন। ওই গম ক্ষেতে তালেব বিশ্বাসের গরু ছাগল বিভিন্ন সময়ে ক্ষেত খেয়ে নষ্ট করে। এতে নিষেধ করায় তারা তাকে মারধর করতো। গত ৮ই ফেব্র“য়ারী বেলা সাড়ে ১১টার দিকে উল্লেখিতদের ছাগল ওই ক্ষেতে গিয়ে গম খায়। এ সময় সে ঢিল ছুড়ে ছাগল তাড়াতে গেলে উল্লেখিতরা তা দেখে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে তারা আঃ করিম সিকদারকে গলায় গামছা পেচিয়ে এলোপাতারীভাবে মারপিট করতে থাকে। এ সময় তার স্ত্রী আলেয়া বেগম(৩০) ঠেকাতে গেলে উল্লেখিতরা তার মাথা ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়াসহ তল পেটে লাথি মারে। এতে তার পেটের ৩মাসের অকাল গর্ভপাত হয়। আহতের মধ্যে আলেয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।