Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জামালপুর ইউপির নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশনে অভিভাবক সমাবেশ

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশনে গতকাল ১০ই জানুয়ারী সকালে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু’র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া ও সহকারী শিক্ষক সবুর খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।