Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সফরে এসেছেন ঢাকা বিভাগীয় কমিশনার

॥স্টাফ রিপোর্টার॥ একদিনের সরকারী সফরে ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম গতকাল ৯ই জানুয়ারী রাত ৮টায় রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌছান। এ সময় জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর তিনি রাত ৯টায় রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
আজ ১০ই জানুয়ারী সকাল ৯টায় তিনি রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন শেষে সকাল ১০টায় পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করবেন। বেলা ১১টায় তিনি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করবেন, ১২টায় পাংশা পৌরসভা কার্যালয় দর্শন ও সাড়ে ১২টায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের একটি প্রকল্প দর্শনের পর দুপুর ২টায় রাজবাড়ী সার্কিট উপস্থিত হয়ে বিকাল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন। এরআগে গত ৮ই জানুয়ারী বিকেলে তিনি সড়ক পথে গোপালগঞ্জে যান। দৌলতদিয়া ফেরী ঘাটে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, পাংশা উপজেলা সফরকালে ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফরিদ হাসান ওদুদের বিরুদ্ধে পরিষদের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণসহ অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের তদন্ত করবেন। তদন্তকালীন সময়ে প্রমাণক কাগজপত্রসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য গত ৭ই জানুয়ারী পত্র দেওয়া হয়েছে।