॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের নিকট গতকাল ৩১শে ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ২টি আসনের চূড়ান্ত ফলাফলের গণবিজ্ঞপ্তির কপি হস্তান্তর করেছেন।
গতকাল ৩১শে ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলী রাজবাড়ী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর হাতে গণবিজ্ঞপ্তির কপি হস্তান্তর করেন। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচনী এজেন্ট কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমূখ উপস্থিত ছিলেন।
এরপর বেলা ১২টায় রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলীর নিকট থেকে তার বিজয়ের ফলাফলের গণবিজ্ঞপ্তি গ্রহণ করেন। এ সময় তার সাথে প্রধান নির্বাচনী এজেন্ট ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী ও মোঃ জিল্লুল হাকিম বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
ঘোষিত বেসরকারী ফলাফলে রাজবাড়ী-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী(নৌকা) ২লক্ষ ৩৮হাজার ৯১৪ ভোট পেয়ে ৫ম বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম(ধানের শীষ) প্রতীকে ৩৩হাজার ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ২লক্ষ ৫হাজার ৯১৪টি। এছাড়াও অপর প্রার্থী ইসলামী আন্দোলন্দের জাহাঙ্গীর আলম খান ওরফে জাহিদ হাসান(হাতপাখা) পেয়েছেন ৩হাজার ৮৩৪ ভোট।
অপরদিকে রাজবাড়ী-২ আসনে মোঃ জিল্লুল হাকিম(নৌকা) প্রতীকে ৩ লক্ষ ৯৮ হাজার ৯৭৪ ভোট পেয়ে চতুর্থ বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু(ধানের শীষ) প্রতীক ৫হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী প্রাক্তন এমএনএ আলহাজ্ব এডভোকেট এবিএম নুরুল ইসলাম(লাঙ্গল) ১হাজার ৮৩৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের প্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ মিয়া(হাতপাখা) ১হাজার ৭৪৯ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোট সংগঠনের প্রার্থী নাজমুল হাসান(ছড়ি) ১হাজার ৫ভোট পেয়েছেন।