Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলার দুইটি আসনে প্রার্থীরা কে কত ভোট পেলেন

॥স্টাফ রিপোর্টার॥ গত ৩০শে ডিসেম্বর-২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর ২টি সংসদীয় আসনে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী বিজয়ী হন। উপজেলাভিত্তিক প্রার্থীদের প্রাপ্ত ভোট নি¤œরূপ ঃ
রাজবাড়ী সদর ঃ রাজবাড়ী-১ আসনের অন্তর্ভুক্ত রাজবাড়ী সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বী ৩জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও মহাজোটের আলহাজ্ব কাজী কেরামত আলী(নৌকা) ১লক্ষ ৭৭হাজার ৩২৫ ভোট, বিএনপি ও ঐক্যফ্রন্টের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম(ধানের শীষ) ২৪হাজার ৪৭৪ ভোট এবং ইসলামী আন্দোলনের জাহাঙ্গীর হোসেন খান ওরফে জাহিদ হাসান(হাতপাখা) ২ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন।
এ উপজেলায় ২ লক্ষ ৫৯ হাজার ৫৭০ জন ভোটারের মধ্যে ২ লক্ষ ৫ হাজার ৭৫৮ জন (৭৯.১৮%) ভোটার ভোট প্রদান করেন। তার মধ্যে ১ হাজার ৫৭২টি ভোট বাতিল হয়।
গোয়ালন্দ উপজেলা ঃ রাজবাড়ী-১ আসনের অন্তর্ভুক্ত আরেক উপজেলা গোয়ালন্দে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী(নৌকা) ৬১ হাজার ৫৮৯ ভোট, বিএনপি ও ঐক্যফ্রন্টের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম(ধানের শীষ) ৮ হাজার ৫২৬ ভোট এবং ইসলামী আন্দোলনের জাহাঙ্গীর হোসেন খান ওরফে জাহিদ হাসান(হাতপাখা) ১ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন। এ উপজেলায় ৮৬ হাজার ৭৫০ জন ভোটারের মধ্যে ৭২ হাজার ২০০ জন (৮৩.২৩%) ভোটার ভোট প্রদান করেন। তার মধ্যে ৬৩৮টি ভোট বাতিল হয়।
পাংশা উপজেলা ঃ রাজবাড়ী-২ আসনের অন্তর্ভুক্ত পাংশা উপজেলায় প্রতিদ্বন্দ্বী ৫জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মোঃ জিল্লুল হাকিম(নৌকা) ১ লক্ষ ৬৩ হাজার ৩৫৮ ভোট, বিএনপি ও ঐক্যফ্রন্টেন নাসিরুল হক সাবু(ধানের শীষ) ৯৯৬, জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব এডঃ এবিএম নুরুল ইসলাম(লাঙ্গল) ৬৮৬ ভোট, ইসলামী আন্দোলনের নূর মোহাম্মদ মিয়া(হাতপাখা) ৪৬৩ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুল হাসান(ছড়ি) ৩২৫ ভোট পেয়েছেন। এ উপজেলায় ১ লক্ষ ৮৬ হাজার ৮৪ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৬৬ হাজার ৩৫৭ জন (৮৯.৪০%) ভোটার ভোট প্রদান করেন। তার মধ্যে ৫২৯টি ভোট বাতিল হয়।
বালিয়াকান্দি উপজেলা ঃ রাজবাড়ী-২ আসনের অন্তর্ভুক্ত আরেক উপজেলা বালিয়াকান্দিতে আওয়ামী লীগের মোঃ জিল্লুল হাকিম(নৌকা) ১ লক্ষ ৩৩ হাজার ৫১২ ভোট, বিএনপি ও ঐক্যফ্রন্টেন নাসিরুল হক সাবু(ধানের শীষ) ৩ হাজার ৫৪৭ ভোট, জাতীয় পার্টির আলহাজ্ব এডঃ এবিএম নুরুল ইসলাম(লাঙ্গল) ৫৮১ ভোট, ইসলামী আন্দোলনের নূর মোহাম্মদ মিয়া(হাতপাখা) ৮৫৮ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুল হাসান(ছড়ি) ৩৭০ ভোট পেয়েছেন। এ উপজেলায় ১ লক্ষ ৫৮ হাজার ৭৪৬ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৩৯ হাজার ৯১২ জন (৮৮.১৩%) ভোটার ভোট প্রদান করেন। তার মধ্যে ১হাজার ৪৪টি ভোট বাতিল হয়।
কালুখালী উপজেলা ঃ রাজবাড়ী-২ আসনের অন্তর্ভুক্ত অপর উপজেলা কালুখালীতে আওয়ামী লীগের মোঃ জিল্লুল হাকিম(নৌকা) ১ লক্ষ ২ হাজার ১০৪ ভোট, বিএনপি ও ঐক্যফ্রন্টেন নাসিরুল হক সাবু(ধানের শীষ) ৯৩২ ভোট, জাতীয় পার্টির আলহাজ্ব এডঃ এবিএম নুরুল ইসলাম(লাঙ্গল) ৫৭১ ভোট, ইসলামী আন্দোলনের নূর মোহাম্মদ মিয়া(হাতপাখা) ৪২৮ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুল হাসান(ছড়ি) ৩১০ ভোট পেয়েছেন। এ উপজেলায় ১ লক্ষ ১৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ২ হাজার ১০৪ জন (৮৯.০৫%) ভোটার ভোট প্রদান করেন। তার মধ্যে ৪২১টি ভোট বাতিল হয়।