Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুর ও রাজবাড়ীর আবাসিক হোটেলগুলোতে র‌্যাবের তল্লাশী

॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ও রাজবাড়ীতে ব্যাপক তৎপর রয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিশেষ টহলের পাশাপাশি তারা আবাসিক হোটেলগুলোসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী ও নজরদারী করছে।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে র‌্যাব কাজ করছে। গত ২৭শে ডিসেম্বর থেকে ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন আবাসিক হোটেল তল্লাশী ও নজরদারী করা হচ্ছে, যাতে নাশকতাকারী বা সন্ত্রাসীরা অবস্থান করতে না পারে। আবাসিক হোটেলগুলো পরিদর্শন করে রেজিস্টার, আগতদের জাতীয় পরিচয়পত্র ও নাম-ঠিকানা সঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যে কোন নাশকতামূলক ও দেশ বিরোধী কার্যক্রম কঠোর হস্তে দমনে র‌্যাব দৃঢ় প্রতিজ্ঞ।