Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে পাখি শিকার বন্ধে ইউএনও’র নিকট আবেদন

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবাধে পাখি শিকার করছে এক শ্রেণীর মানুষ। এটি আইনগতভাবে অপরাধ হলেও তারা তোয়াক্কা করছে না।
এ ব্যাপারে ব্যবস্থা নিতে গতকাল ২৯শে ডিসেম্বর ‘একজ জাগরণে’ নামের একটি সামাজিক সংগঠন উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেেেছ।
আবেদন সূত্রে জানা গেছে, মূল পদ্মা ও মরা পদ্মা নদীসহ গোয়ালন্দের ছোট-বড় অন্যান্য খাল-বিল বরাবরের মতো এবারের শীতেও অতিথি ও দেশী পাখির কল-কাকলীতে মুখরিত হয়ে আছে। এ সকল পাখি প্রকৃতিতে অনাবিল সৌন্দর্যের সৃষ্টি করেছে। কিন্তু এক শ্রেণীর মানুষ এয়ারগান, গুলতি, বিষটোপ, ফাঁদসহ বিভিন্ন উপায়ে নির্বিচারে এই পাখিগুলো শিকার করে চলেছে। অতি উৎসাহী কেউ কেউ শিকার করা পাখির ছবি ফেসবুকে প্রকাশ করে বিকৃত মজাও করছে। এ অবস্থায় পাখি শিকার বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুেেরাধ জানানো হয়।
এ বিষয়ে একজ জাগরণে’র আহ্বায়ক সুজন সরোয়ার বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী পাখি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। আমরা পাখি রক্ষার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এক শ্রেণীর বেপরোয়া শিকারী কোন কথা শুনতে চায় না। অনেকে পাখি শিকার করে সেই ছবি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে অন্যদেরকে উৎসাহও দিচ্ছে। তাই আমরা পাখি শিকার বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আবেদন করেছি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, পাখি শিকার করা অপরাধ। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।