Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে নৌকার মিছিলে আসার পথে প্রতিপক্ষের ইট-পাটকেলে ২কর্মী হাসপাতালে

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দিতে গতকাল ২৭শে ডিসেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থী মোঃ জিল্লুল হাকিমের নৌকার মিছিলে অটোরিক্সাযোগে শ্লোগান দিয়ে আসার পথে টিএন্ডটি পাড়ার সামনে প্রতিপক্ষ বিএনপির কর্মী-সমর্থকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে নৌকার ২জন কর্মী আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো ঃ বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের বকু বিশ্বাসের ছেলে ও বালিয়াকান্দি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি বিশ্বাস(১৮) এবং একই গ্রামের লুৎফর রহমানের ছেলে ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র হামিম মল্লিক(২০)।
এ ব্যাপারে আহত রনির পিতা বকু বিশ্বাস বাদী হয়ে উপজেলা বিএনপির একাংশের(সাবু গ্রুপের) সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নুর ছেলে শিপলু(২৫) এবং টিএন্ডটি পাড়ার মৃতঃ নামাজে শেখের ছেলে ফারুক শেখ (৩৫)সহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় এজাহার দায়ের করেছে বলে জানাগেছে।
বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নায়েব আলী শেখ হামলাকারীদের মধ্যে ওই দু’জনের নামসহ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ভীমনগর গ্রাম থেকে সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতীকের মিছিলে আসার পথে বালিয়াকান্দির টিএন্ডটি পাড়ার সামনে হামলার ঘটনাটি ঘটে। এতে আমাদের দুই কর্মী আহত হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।