Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উচ্ছেদ অভিযান চালিয়ে ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া হলো ৫একর ফসলী জমি

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে আদালতের নির্দেশ মোতাবেক ডিগ্রী প্রাপ্ত ব্যক্তিকে প্রায় ৫একর ফসলী জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ মোতাবেক রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হোসেন গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিগ্রী প্রাপ্ত ব্যক্তিকে প্রায় ৫একর ফসলী জমির দখল বুঝিয়ে দেন।
এ সময় কালিকাপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আফরোজা খাতুন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসনের অফিস সুপার আবু দাইয়ান জাহাঙ্গীর, অফিস সহকারী মাসুদ হোসেন, কালুখালী এসিল্যান্ড অফিসের ভূমি সার্ভেয়ার মোঃ রাসেল ও কালুখালী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হোসেন জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে ভিপি ট্রাইবুনাল এর রায়ের প্রেক্ষিতে অবৈধ দখলদার হাবিবুর রহমান গং’কে অর্পিত সম্পত্তি আইনের ৪ এর ক ও খ ধারায় উচ্ছেদ পূর্বক আদালত থেকে ডিগ্রী প্রাপ্ত ব্যক্তি মোকারম হোসেনকে তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হলো।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত কালিকাপুর ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের ঠাকুরপাড়া ও কালুখালী মৌজার প্রায় ৫একর ফসলী জমি নিয়ে হাবিবুর রহমান গং ও মোকারম হোসেন এর মধ্যে জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলে আসছিলো। সম্প্রতি মোকারম হোসেন আদালতের রায়ে ডিগ্রী প্রাপ্ত হন।