Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সুজন আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত মাত্র ১জন প্রার্থী!

॥হেলাল মাহমুদ॥ সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১৯শে ডিসেম্বর বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রাজবাড়ী-১ (সদর, গোয়ালন্দ) আসনের প্রতিদ্বন্দ্বী ৩জন প্রার্থীর মধ্যে শুধুমাত্র ইসলামী আন্দোলনের জাহাঙ্গীর আলম খান ওরফে জাহিদ হাসান (হাতপাখা) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী কাজী কেরামত আলী(নৌকা) এবং বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) উপস্থিত হননি। অনুষ্ঠানে গনমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্যনীয় হলেও আয়োজনে ছিল ঢিলেঢালা।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ইসলামী আন্দোলনের প্রার্থী জাহাঙ্গীর আলম খান ওরফে জাহিদ হাসানকে শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় তিনি তার বক্তব্য তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সুজনের জেলা শাখার সভাপতি শাহিনুর বেগম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাবু, কেন্দ্রীয় প্রতিনিধি খোরশেদ আলম, টিআইবি সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান দুই প্রার্থী ছাড়া শুধুমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থী উপস্থিত থাকায় সুজনের এই অনুষ্ঠান কার্যতঃ ব্যর্থ হয়। হাতেগোনা যে কিছু সংখ্যক মানুষ উপস্থিত ছিল তারাও মূলতঃ সুজনসহ কয়েকটি এনজিও’র কর্মী এবং ইসলামী আন্দোলনের প্রার্থীর বা চরমোনাইয়ের পীরের সমর্থক। সাধারণ মানুষের উপস্থিতি ছিল না বললেই চলে। বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।