॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনের জন্য ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর সদর দপ্তরের পরিচালক(প্লানিং) লেঃ কর্ণেল মোহাম্মদ একলাম আবেদীনের তত্বাবধানে ৬ প্লাটুন বিজিবি সদস্য যার সংখ্যা অফিসারসহ ১৩৩জন গতকাল মঙ্গলবার রাজবাড়ীতে এসে যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করছেন। এরমধ্যে রাজবাড়ী-১ নির্বাচনী এলাকার ২টি উপজেলায় ৩ প্লাটুন এবং রাজবাড়ী-২ নির্বাচনী এলাকার ৩টি উপজেলায় ৩ প্লাটুন দায়িত্ব পালন করবে। বুধবার থেকে তারা মাঠে থাকবে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গতকাল ১৮ই ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে জেলা পর্যায়ে ১হাজার ১৬ প্লাটুন বিজিবি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন।
আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।