Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আ’লীগের প্রার্থী কাজী কেরামত আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী-১ আসনের (সদর, গোয়ালন্দ) আ’লীগের প্রার্থী ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেছেন, আবার ক্ষমতায় গেলে জাতীয় পার্টির নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। গত ১৬ই ডিসেম্বর দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আলহাজ্ব কাজী কেরামত আলী আরও বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীক। রাজবাড়ীতে জাতীয় পার্টির ইউনিয়ন পর্যায়ে যে এত শক্তিশালী কমিটি রয়েছে তা আমার জানা ছিল না। এই সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগাতে হবে। উপরে আল্লাহ্পাক আর নীচে আমরা সকলে ঐক্যবদ্ধ। যদি আগামীতে আমরা একসঙ্গে মহাজোটগতভাবে ক্ষমতায় আসতে পারি, সরকার গঠন করতে পারি-তাহলে শপথ গ্রহণের পর আবার আপনাদের সাথে বসবো এবং আমরা উন্নয়নের জন্য যা পাবো তার থেকে ন্যায্য হিস্যা আপনারা পাবেন।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টনের পরিচালনায় সভায় যুগ্ম-আহ্বায়ক আসাদুল হক মিলন, হামিদুল হক বাবলু, মাওলানা লুৎফর রহমান, সদস্য মোকসেদুর রহমান খান মোমিন, সার্জেন্ট(অবঃ) আব্দুল মান্নান, জেলা শ্রমিক পার্টির সভাপতি আক্কাস আলী বাবু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, খানগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলী ওসমান, চন্দনী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকবর মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, রাজবাড়ী-১ আসনে আমরা আলহাজ্ব কাজী কেরামত আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা তার কাছ থেকে আগেও সহায়তা পেয়েছি, এখনও পাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো বলে বিশ্বাস করি।
আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টন বলেন, আমাদের নিজেদের মধ্যে যেখানে যতটুকু দূরত্ব রয়েছে তা আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব বলে আমি মনে করি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একযোগে কাজ করার জন্য জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী ৩০শে ডিসেম্বরের নির্বাচনে আলহাজ্ব কাজী কেরামত আলীকে বিজয়ী করার পর তার কাছে আমাদের সমস্ত দাবী-দাওয়া তুলে ধরবো, তার আগে আমাদের কোন দাবী-দাওয়া নেই।