Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

॥রফিকুল ইসলাম॥ মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, যুগ্ম-সাধারণ সম্পাাদক এডঃ শফিকুল আজম মামুন, এডঃ রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা ও এপিএস কাজী কানিজ ফাতেমা চৈতী, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সাইফুদ্দিন হাবিব, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী সাফাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী মহান বিজয় দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এরপর শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালী নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।