Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আতিয়ার গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের সামনে বোমা নিক্ষেপ ও অফিস পোড়ানোর অভিযোগে দায়েরকৃত মামলায় গত ১৬ই ডিসেম্বর সকালে মিজানপুর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আতিয়ার রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। ওই দিন বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৩রা ডিসেম্বর রাতে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুরে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের নির্বাচনী মিটিং ছিল। রাত ১১টার দিকে মিটিং শেষ করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবর আলীসহ অন্যান্য নেতাকর্মীরা বাইরে এলে উল্লেখিতরা তাদের হত্যার উদ্দেশ্যে পরপর ২টি বোমা নিক্ষেপ করে। এ সময় তারা বোমার শব্দে আতংকিত হয়ে দিকবিদিক ছুটাছুটি করে পালিয়ে আত্মরক্ষা করে। এরপর হামলাকারীরা ৫নং ওয়ার্ডআওয়ামীলীগের অফিসে অগ্নিসংযোগ করে। আগুনে অফিসের মধ্যে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, টেলিভিশনসহ অন্যান্য মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে।