॥স্টাফ রিপোর্টার॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, যুগ্ম-সাধারণ সম্পাাদক ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ মোঃ শফিকুল আজম মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা ও এপিএস কাজী কানিজ ফাতেমা চৈতীসহ আওয়ামী লীগ ও সহেেযাগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, মুক্তিযুদ্ধের শেষ সময়ে বিজয়ের ঠিক আগ মুহূর্তে দেশকে নেতৃত্বশূন্য ও অকার্যকর করতে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এতে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের শেষ রক্ষা হয়নি। এদেশ ঠিকই স্বাধীনতা অর্জনের মাধ্যমে সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।