Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলার হাবাসপুর বাজারস্থ শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর কবর, রাজবাড়ী লক্ষèীকোল জামে মসজিদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা রুহুল ইসলাম সাদি, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলামের কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল ৮টার দিকে পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাবাসপুর বাজারস্থ শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর কবরে পুষ্পার্ঘ অপর্ণ করে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবাসপুর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সোহেল আমীন।
শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধি চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড সাদীয়া শাহনাজ খানম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমজাদ হোসেন মন্টু, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী খান, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন ও হাবাসপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রহমত আলী খান প্রমূখ বক্তব্য রাখেন। সভা উপস্থাপনা করেন হাবাসপুর ইউপির মেম্বার ফারুক হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ রাজবাড়ী লক্ষèীকোল জামে মসজিদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা সাদি, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন।