Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সকলে মিলে বিপুল ভোটে নৌকা জয়যুক্ত করতে হবে — আ’লীগ প্রার্থী মোঃ জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির আন্দুলিয়া ও বিত্তিডাঙ্গা গ্রামের শতাধিক বিএনপির নেতাকর্মী সমর্থক গতকাল বৃহস্পতিবার সকালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম,এমপির হাতে হাত মিলিয়ে আওয়ামী লীগে যোগদান করেছে।
আওয়ামী লীগ প্রার্থী মোঃ জিল্লুল হাকিম,এমপির পাংশা শহরস্থ বাড়ীতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে আন্দুলিয়া গ্রামের বাসিন্দা রূপিয়াট দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা মোঃ হাবিবুর রহমান মোল্লা, সরিষা ইউপির সাবেক মেম্বার আজিজুর রহমান মোল্লা, মজিবর রহমান মোল্লা ও মতিয়ার রহমান মোল্লা ও বিত্তিডাঙ্গা গ্রামের আলম মন্ডলসহ বিএনপির শতাধিক নেতাকর্মী সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে মোঃ জিল্লুল হাকিম এমপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। সেই সাথে সকলে মিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীক জয়যুক্ত করে রাজবাড়ী-২ আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে নির্বাচনী দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফী উদ্দিন পাতা, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান, ইকবাল হোসেন মেম্বার, পাংশা পৌরভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন ও পিকুল বিশ্বাস প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।