Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বসন্তপুর বাসষ্ট্যান্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

॥শিহাবুর রহমান॥ কারিগরি ও মাদরাসা বিভাগের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, বিএনপির উন্নয়ন শুধু বক্তব্যে। উনারা মিথ্যা কথা বলে জনগণকে ধোকা দেয়। জনগণকে আমরা কখনো ধোকা দেই না। আমাদের উন্নয়ন কাজে। আমরা কাজ করি এবং জনগনের কল্যাণের জন্য রাজনীতি করি।
গতকাল ১২ই ডিসেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাসষ্ট্যান্ডে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ইতিমধ্যেই রাজবাড়ী সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। নদী শাসন শহর রক্ষাবাঁধের কাজ শুরু হয়েছে। ফোরলেনের কাজ চলছে। বিদ্যুতের গ্রীড সাবস্টেশন হচ্ছে। এইগুলো হয়ে গেলে রাজবাড়ীর মানুষ অনেক স্বস্তিতে ও শান্তিতে থাকবে। আমাদের কষ্ট অনেকটা লাঘব হবে।
আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, আমাদের বড় সুযোগ আসছে। কারণ আগামীকাল আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌলতদিয়ায় আসছেন। সেখানে আমার বক্তব্যে আমি তার কাছে ধাওয়াপাড়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত স্থায়ীভাবে নদী শাসন করার কথা বলবো এবং এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় চাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু করবেন সেটা বলবো। এছাড়াও এখানে ইকোনোমিক জোন অথ্যাৎ যাতে রাজবাড়ীতে ইপিজেড করার কথা বলবো। যাতে রাজবাড়ীর মানুষের বেকারত্ব দুর হয়। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে দেখবেন রাজবাড়ীকে একটা মডেল রাজবাড়ী জেলা হিসেবে গড়ে তুলবো।
বসন্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ও আওয়ামী লীগ নেতা শাহিন ফকির শাফিনের সার্বিক তত্বাবধানে পথসভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোরাপ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান, শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা কানিজ ফাতেমা চৈতি, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মান্নান গাজী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ ফিরোজ, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জ বদিউজ্জামান বাবু, জেলা পরিষদের সদস্য মীর্জা ফরিদুজ্জামান হাবিবুল, মালোয়েশিয়া যুবলীগের আহবায়ক তাসকিন আহমেদ, আওয়ামী লীগ নেতা ঈসমাইল হোসেন মন্টু, ছাত্রলীগ কর্মী দেওয়ান মোঃ রিয়ান প্রমুখ বক্তব্য দেন।
পথসভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আইয়ুব আলী ফকির। সঞ্চালনা করেন বসন্তপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী লুৎফর রহমান। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও খানখানাপুর, বসন্তপুর বাজার, উদয়পুর, কোলাহাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।