Site icon দৈনিক মাতৃকণ্ঠ

তাহমিনা মুন্নীর একক কাব্যগ্রন্থ ‘কবিতায় না বলা কথা’ প্রকাশ

॥স্টাফ রিপোর্টার॥ ঢাকায় বাংলা একাডেমীর উদ্যোগে অমর একুশে বইমেলায় গত ১০ই ফেব্রুয়ারী প্রকাশিত হয়েছে রাজবাড়ীর মহিলা কবি ও টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা মুন্নীর একক কাব্যগ্রন্থ ‘কবিতায় না বলা কথা’।
বইটি কবি তার মমতাময়ী মাকে উৎসর্গ করেছেন। ঢাকার মুক্তভাষ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন রাজবাড়ীর একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম। উন্নতমানের কাগজে মুদ্রিত ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বইটিতে অঙ্গীকার, কবিতায় না বলা কথা, নিশি সমর্পন, অভিমানী বাঁশি, যুগল প্রেমের ধারা, আত্মব্যথা, সঞ্চিত ক্ষত, বেলা শেষে, প্রেমের প্রথম বেলায়, মানুষ মানুষের জন্য, প্রাথমিক বিদ্যালয়, বিশ্বাস খুঁজে পাই ইত্যাদি শিরোনামের কবিতাসহ মোট ৫৫টি কবিতা রয়েছে। এছাড়াও এবারের বইমেলায় প্রকাশিত ‘কবি কণ্ঠস্বর’ ও ‘খেয়া’ নামের ২টি যৌথ কাব্যগ্রন্থেও তাহমিনা মুন্নীর কয়েকটি করে কবিতা প্রকাশিত হয়েছে।